✪ হবিগঞ্জে বটবৃক্ষে মানুষের হাত ✪


কারো হাতে মোরগ, কারো হাতে পায়রা, কারো হাতে মোমবাতি, কারো হাতে মিষ্টি। কেউ এসেছে রোগ সারাতে, কেউ মানত করতে, আবার কেউ এসেছেন শুধু একনজর দেখতে। আর এই ঘটনা ঘটেছে বট গাছের কাণ্ডকে ঘিরে। যা দেখতে মানুষের হাতের মতো! হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার এক গ্রামে এই ঘটনা ঘটেছে। উপজেলার কুর্শি ইউনিয়নের ইনাতবাদ গ্রামের সৈয়দ শাহ আলী নাছির উদ্দিন (রহঃ) এর মাজারের একটি বট গাছে তিনদিন আগে মানুষের হাতের মতোই গাছের কাণ্ড দেখা গেছে। আর তা দেখতেই হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছেন। অলৌকিক ক্ষমতা রয়েছে ওই গাছের, এমনটা ভেবে অনেকে আসছেন।

গ্রামবাসী জানান, কুর্শি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমানের বাড়ির পশ্চিম পার্শ্বে রয়েছে সৈয়দ শাহ আলী নাছির উদ্দিন (র.)-সহ একাধিক ওলির মাজার। মাজারের পাশেই বিশাল একটি বটগাছে প্রায় চার ফুট উপরে অবিকল মানুষের হাতের ন্যায় একজোড়া রক্তাভ হাত দেখা যায়।  ইনাতাবাদ গ্রামের জনৈক মহিলা ঐ মাজারে পাতা কুড়ানোর সময় বটগাছে হাতের মতো কাণ্ডটি দেখেন। আর এই খবর ছড়িয়ে পড়লে শুরু হয় লোকজনের আনাগোনা। অনেকেই গাছ এবং ওই কাণ্ডকে অলৌলিক ক্ষমতার অধিকারী মনে করে মানত করতে আসছেন। বিভিন্ন প্রাণী ও টাকাপয়সা দান করছেন মনের আশা পূরণের জন্য। তবে কেউ কেউ এই কাণ্ডটি প্রাকৃতিক নাকি কৃত্রিম, তা নিয়ে প্রশ্ন তুলেছেন। কারণ ওই কাণ্ডের কাছে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। মানুষের হাতের মতো কাণ্ডটি প্রাকৃতিক কি-না, তা উদঘাটনের দাবি জানিয়েছেন সচেতনরা।

সরেজমিনে দেখা গেছে, অনেকের মতো ইনাতবাদ গ্রামের হেপি বেগম, মনি বেগম,কালু বেগম এসেছেন মাজারে তারাও এসেছেন আলৌকিক এ ঘটনার খবর পেয়ে। একেক জনের একেক রকম ইচ্ছা। কেউ রান্না করে নিয়ে এসেছে, আবার কেউ নিয়ে এসেছে হাতে বানানো পিঠা। শুধু এলাকার মানুষেরা এখানে আসে না আশেপাশের এলাকাসহ জেলার বিভিন্ন স্থান থেকে লোকজন আসতে শুরু করেছেন। মাজারে আসা সিলেটের শেরপুর এলাকার আনোয়ারা বেগম জানান, তার গাভীর ভালো দুধ হয় এ জন্য এখানে দুধ দিতে এসেছেন। 

ছুপান মিয়া জানান, তার মেয়ের জন্য দোয়া চাইতে এখানে এসেছেন। এখানে একজোড়া মোমবাতি দিয়ে গেছেন তিনি। এ ছাড়া জেলার বাইরে বিশ্বনাথ, মৌলভীবাজারের বিভিন্ন এলাকার মানুষ আসছেন একনজর দেখার জন্য। মাজারে রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কুর্শি ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান জানান, আলৌকিক এ ঘটনা দেখেতে গত তিন দিন ধরে হাজার হাজার মানুষ আসা যাওয়া করেছেন। এমনকি বিভিন্ন দেশ থেকে বিষয়টি জানার জন্য লোকজন ফোন করছেন 

ভিডিও টি দেখতে নিচে ক্লিক করুন.....


✪ হবিগঞ্জে বটবৃক্ষে মানুষের হাত ✪ ✪ হবিগঞ্জে বটবৃক্ষে মানুষের হাত ✪ Reviewed by Admin on March 02, 2016 Rating: 5

No comments:

Powered by Blogger.