সবচেয়ে কমদামি স্মার্টফোন বের করেছে ভারতীয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ‘রিঙ্গিং বেল’!
নতুন এই স্মার্টফোনের দাম রাখা হয়েছে ২৫১ রুপি, যা আগের যে কোনো স্মার্টফোনের দামের তুলনায় অনেক কম বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া।
এই স্মার্টফোনের নাম দেওয়া হয়েছে ‘ফ্রিডএম ২৫১’। এতে থাকছে ৪ ইঞ্চি কিউএইচডি ডিসপ্লে। ৯৬০x৫৪০ পিক্সেল রেজুলিউশনের এই স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেম আর ১.৩ কোয়াড-কোর প্রসেসর। এতে রয়েছে ১জিবি র্যা৬ম আর ৮জিবি ইন্টারনাল স্টোরেজ, যা ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
সেলফি তোলার জন্য এতে রাখা হয়েছে দশমিক ৩ মেগাপিক্সেলের ফ্রন্টক্যামেরা আর ৩.২ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা। ১৪৫০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে এই স্মার্টফোনে।
সেই সঙ্গে ‘স্মার্ট ১০১’ নামের 'সবচেয়ে সস্তা' ফোরজি স্মার্টফোন এনেছে প্রতিষ্ঠানটি। এর দাম রাখা হয়েছে ২,৯৯৯ রুপি। স্মার্ট ১০১-এর ডিসপ্লে হবে ৫ ইঞ্চির, এর সঙ্গে থাকবে ৯৬০*৪৮০ পিক্সেল-এর রেজুলিউশন। রাখা হয়েছে ৩.২ ও ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ও ব্যাক ক্যামেরা।
সূত্রঃ ইন্টারনেট
✪ ২৫১ টাকায় স্মার্টফোন ✪
Reviewed by Admin
on
February 17, 2016
Rating:
No comments: