স্মার্টফোনে নতুন মাত্রা আনবে নমনীয় স্মার্টফোন


ডিভাসটি বাঁকানোর সাথে সাথে ইবুকের পাতাগুলো এপিঠ ওপিঠ হতে থাকে। আর যত বেশি আপনি এটিকে বাঁকাবেন পৃষ্ঠা তত দ্রুত উল্টাবে।

প্রথিতযশা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো ইলেক্ট্রনিক পেপারে ভোক্তাদের তেমন কোন চমক উপহার দিতে পারেনি। তবে সম্প্রতি কুইনস বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক রেফ্লেক্স নামের একধরণের নমনীয় ফোনের প্রোটোটাইপ উদ্ভাবন করে দর্শকদের দীর্ঘ প্রত্যাশা পূরণ করতে চলেছে।

ভিডিও টি দেখতে নিচে ক্লিক করুন.....

নমনীয় ফোনের প্রোটোটাইপটি তৈরি করতে গবেষক দলটি ৭২০ পিক্সেল রেজ্যুলেশনের এলজি ওএলইডি ডিসপ্লে নিয়ে কাজ করে যাতে সেন্সর এবং হেপ্টিক ফিডব্যাক মোটরস বাঁকানো যায়। অ্যান্ড্রয়েড ৪.৪-পাওয়ার্ড বোর্ড দিয়ে তৈরিকৃত ডিভাইসটিতে কাস্টম ড্রাইভারগুলো রাখা হয়েছে। এগুলো ডিসপ্লের পাশ্ববর্তী অনমনীয় অংশে যুক্ত করা হয়েছে।

ডিভাসটি বাঁকানোর সাথে সাথে ইবুকের পাতাগুলো এপিঠ ওপিঠ হতে থাকে। আর যত বেশি আপনি এটিকে বাঁকাবেন পৃষ্ঠা তত দ্রুত উল্টাবে।

গবেষক দলটি নতুন এই ডিভাসটি বৃহস্পতিবার নেদারল্যান্ডের হিউমান-কম্পিউটার ইন্টারেকশন কনফারেন্সে উপস্থাপন করার পরিকল্পনা করছে। ডিভাইসটি ৫ বছরের মধ্যে বাণিজ্যিকভাবে বের হবে বলে প্রত্যাশা করছে গবেষক দলটি। তবে প্রেটোটাইপ কিন্তু ইঙ্গিত দিচ্ছে নমনীয় ফোন বাজারে আসতে বেশি সময় অপেক্ষা করতে হবে না বিশ্ববাসীকে।
স্মার্টফোনে নতুন মাত্রা আনবে নমনীয় স্মার্টফোন স্মার্টফোনে নতুন মাত্রা আনবে নমনীয় স্মার্টফোন Reviewed by Admin on February 20, 2016 Rating: 5

No comments:

Powered by Blogger.