রাশিফলের ভাষায় জেনে নিন আপনি আসলে কী ধরণের মানুষ

রাশিফলের ভাষায় জেনে নিন আপনি আসলে কী ধরণের মানুষ

রাশিফলে অনেকেই বিশ্বাস করেন আবার অনেকেই করেন না। তবে যাই-ই হোক না কেন জন্মতারিখের সাথে সম্পর্কিত একেকধরনের রাশির আলাদা ধরণের বৈশিষ্ট্য নিয়ে প্রায় সকলেই বেশ কৌতূহল প্রকাশ করে থাকেন। নিজের জন্ম তারিখের সাথে মিলিয়ে রাশি নির্বাচন করে সকলেই নিজের এবং পছন্দের মানুষের কিছু বৈশিষ্ট্য জেনে নিতে চান।

ভালোবাসায় আপনি যেমন

মেষ: আপনি খুবই দ্বিধায় ভোগেন কাকে রেখে কাকে পছন্দ করবেন। এবং সঙ্গীর সাথে ঝগড়া হলে আপনিই সেই ঝগড়াটি শুরু করেন যদিও তা আপনি একেবারেই স্বীকার করতে চান না।
বৃষ: সঙ্গীকে অনেক ভালবাসতে পারেন ঠিকই কিন্তু আপনি কোনো ক্ষেত্রেই কম্প্রোমাইজ করতে চান না।
মিথুন: আপনি খুবই নির্ভরযোগ্য এবং পারফেক্ট একজন সঙ্গী। কিন্তু ঝগড়ার সময় আপনি একেবারেই নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারেন না।
কর্কট: আপনি অনেক ক্ষেত্রেই প্রেমের সম্পর্কে ধোঁকার সম্মুখীন হন এবং সঙ্গীর সাথে কোনো সমস্যা হলে খুবই বিষণ্ণতায় ভোগেন।
সিংহ: আপনি ভালবাসলে খুব গভীর ভাবে ভালোবাসেন কিন্তু তা প্রকাশ করেন না। এবং সঙ্গীর সাথে আপনি অনেক ইগো দেখান।
কন্যা: ভালোবাসার মূল সংজ্ঞা আপনার কাছে এখনো রহস্যময় এবং সে কারণে সঙ্গীর প্রয়োজন অপ্রয়োজন কিছুই আপনার বোধগম্য হয় না বেশীরভাগ ক্ষেত্রে।
তুলা: আপনি অনেক রোমান্টিক ধরণের মানুষ। সে কারণেই সঙ্গীর সাথে সমস্যা হলে আপনি তা থেকে পালিয়ে বাঁচতে চান।
বৃশ্চিক: ভালোবাসা আপনার কাছে অনেক গুরুত্বপূর্ণ কিন্তু সমস্যা হচ্ছে কোনো কারণে সমস্যা হলে সঙ্গীর ক্ষতি করতে আপনি ছাড়েন না।
ধনু: আপনি সত্যিকার অর্থেই ভালবাসতে পারেন না। আপনার চাহিদা অন্য কিছু এবং সে কারণে সঙ্গীর সাথে ঝামেলা খুব বেশী একটা হয় না। কারণ মূলত আপনি ভালোবাসা বিষয়টিকেই গুরুত্ব দেন না।
মকর: আপনি সম্পর্কে তখনই জড়ান যখন আপনি তার প্রতি অনেক বিশ্বস্ত এবং তাকে নিয়েই জীবন যাপনের চিন্তা করেন। এবং সমস্যা সমাধানের ক্ষেত্রেও আপনি নিজের মতো করে সমাধান খুঁজে নেন।
কুম্ভ: আপনি ভালোবাসার বিষয়ে একেবারেই বিশ্বস্ত নন, অনেক বেশী ফ্লার্ট করতে পছন্দ করেন এবং সঙ্গীর সাথে সমস্যা হলে সঙ্গীকেই ছেড়ে দেয়ার মনোভাব রাখেন।
মীন: আপনি ভালবাসলে সবকিছু দিয়ে ভালবাসতে পছন্দ করেন এবং সঙ্গীর সাথে সমস্যা হলে মনে মনে চান সঙ্গী আপনার সব কথা মেনে নিক বিনা বাক্যব্যয়ে।

আপনার অর্থভাগ্য ও অর্থের ব্যাপারে আপনি যেমন

মেষ: আপনি অর্থভাগ্য অনেক ভালো, কিন্তু সমস্যা হচ্ছে আপনি অমিতব্যয়ী।
বৃষ: আপনার অর্থভাগ্য ভালো কিন্তু আপনি বিলাসিতা পছন্দ করেন বলে টাকা ধরে রাখতে পারেন না।
মিথুন: আপনার অর্থভাগ্য মোটামুটি ধরণের।
কর্কট: আপনার অর্থভাগ্য বেশ ভালো এবং আপনি হিসেবী মানুষের মধ্যে অন্যতম।
সিংহ: আপনার অর্থভাগ্য অনেক ভালো কারণ আপনি অনেক ভেবে চিন্তে সঠিক স্থানে ইনভেস্ট করতে পারেন।
কন্যা: আপনার অর্থভাগ্য ভালো কিন্তু আপনি একটু বেশীই কিপটে ধরণের মানুষ।
তুলা: আপনার অর্থভাগ্য একেবারেই ভালো নয়। আপনার হাত অনেক বড়।
বৃশ্চিক: আপনার অর্থভাগ্য খুব উন্নত নয় কিন্তু আপনি সঞ্চয় করতে পারেন অনেক বেশী।
ধনু: আপনার অর্থভাগ্য বলতে গেলে রাজা বাদশার মতো যদি আপনি ঝোপ বুঝে কোপ মারতে পারেন।
মকর: আপনার অর্থভাগ্য অনেক ভালো এবং অর্থ আপনার কাছে সৌভাগ্যের প্রতীক।
কুম্ভ: আপনি মোটামুটি অর্থভাগ্যের মানুষ। তবে আপনি মানুষকে দিতে বেশী পছন্দ করেন।
মীন: আপনার অর্থভাগ্য একেবারেই ভালো নয় কারণ আপনি অবাস্তব বেশী চিন্তা করেন।

আপনার খারাপ আসক্তিগুলো

মেষ: অতিরিক্ত ক্যাফেইন
বৃষ: অতিরিক্ত খাওয়া
মিথুন: ধূমপান
কর্কট: ভালোবাসার মানুষ
সিংহ: শপিং
কন্যা: আপনি অনেকটা শুচিবাই গ্রস্তের মতো
তুলা: ঔষধ
বৃশ্চিক: প্রযুক্তি
ধনু: জুয়া ধরণের খেলাগুলো
মকর: অতিরিক্ত কাজ করা
কুম্ভ: অতিরিক্ত প্রযুক্তির ব্যবহার
মীন: মদ্যপান

আপনার খারাপ দিকগুলো

মেষ: স্বার্থপরতা
বৃষ: একগুঁয়ে
মিথুন: দু মুখো
কর্কট: অতিরিক্ত মাত্রায় মুডী
সিংহ: অতিরিক্ত আত্মকেন্দ্রিক
কন্যা: কর্কশ স্বভাবের
তুলা: একেক সময় একেক রকম
বৃশ্চিক: রহস্যময়
ধনু: অহংকারী
মকর: অতিরিক্ত কর্কশ
কুম্ভ: সব কিছু নিজের মতো চাই
মীন: অতিরিক্ত আবেগী

আপনার ভালো দিকগুলো

মেষ: আত্মবিশ্বাসী এবং আত্মনির্ভরশীল
বৃষ: বিশ্বস্ত ও আবেগী
মিথুন: বন্ধুত্বপূর্ণ
কর্কট: কেয়ারিং
সিংহ: মজার মানুষ
কন্যা: খুবই শ্রদ্ধাশীল
তুলা: চার্মিং এবং বুদ্ধিমান
বৃশ্চিক: সাহসী
ধনু: রোমাঞ্চপূর্ণ
মকর: কঠোর পরিশ্রমী
কুম্ভ: সৃজনশীল
মীন: সহনশীল
* রাশিফল শুধুই জ্যোতিশাস্ত্রের একটি অংশ, যার ভিত্তি হচ্ছে মূলত বিশ্বাস। তাই একে বিজ্ঞানের সাথে মেলাবার ভুল না করাই ভালো। আর এটা সকলের ক্ষেত্রে মিলতে নাও পারে।
সূত্র The More the Merrier (Who Are You Really According To Your Astrological Sign?)
রাশিফলের ভাষায় জেনে নিন আপনি আসলে কী ধরণের মানুষ রাশিফলের ভাষায় জেনে নিন আপনি আসলে কী ধরণের মানুষ Reviewed by Admin on February 02, 2016 Rating: 5

No comments:

Powered by Blogger.