⍟ নারী ধূমপায়ীর তালিকায় বাংলাদেশ প্রথম ⍟
বিশ্বে বাংলাদেশের নারীরা সবচেয়ে বেশি ধূমপান করেন। ক্রোয়েশিয়া ইনস্টিটিউট অব পাবলিক হেলথের এক গবেষণা প্রতিবেদনে জানানো হয়েছে এমন তথ্য।
এ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ক্রোয়েশিয়া। আর ২২টি দেশের মধ্যে মোট ধূমপায়ীর সংখ্যার ভিত্তিতে ক্রোয়েশিয়ার অবস্থান সপ্তম। এখানে ধূমপায়ীর সংখ্যা
২ কোটি ২০ লাখ। এরপরেই আছে পোল্যান্ড ও রোমানিয়া। আর নারী ধূমপায়ীর ক্ষেত্রে প্রথম অবস্থানে রয়েছে বাংলাদেশ এবং ক্রোয়েশিয়া দ্বিতীয়। তবে ধূমপায়ীর
সংখ্যা কমছে ইউরোপীয় ইউনিয়নভূক্ত দেশগুলোতে। ক্রোয়েশিয়া ইনস্টিটিউট অব পাবলিক হেলথের প্রতিবেদনে বলা হয়েছে, ক্রোয়েশিয়ার ১৫ বছরের ঊর্ধ্বে
অন্তত ৩১ শতাংশ নাগরিক ধূমপান করেন। এ হিসাবে দিনে প্রত্যেকেই ১৬টি সিগারেট পান করে। এতে মাসে খরচ হয় মাথাপিছু ৭০ ইউরো। ক্রোয়েশিয়ায় শুধু
ফুসফুসের ক্যানসারেই মারা যায় ৩ হাজার মানুষ যার প্রধান কারণ ধূমপান। হেলথ ইনস্টিটিউটের কর্মকর্তা তোমিস্লাভ বেনজাক বলেন, ধূমপানের এই প্রবণতা
নানা কারণেই বেড়েছে বা বাড়ছে। এখানে বেকারত্ব এবং মানসিক চাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বিশ্বে বাংলাদেশের নারীরা সবচেয়ে বেশি ধূমপান করেন। ক্রোয়েশিয়া ইনস্টিটিউট অব পাবলিক হেলথের এক গবেষণা প্রতিবেদনে জানানো হয়েছে এমন তথ্য।
এ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ক্রোয়েশিয়া। আর ২২টি দেশের মধ্যে মোট ধূমপায়ীর সংখ্যার ভিত্তিতে ক্রোয়েশিয়ার অবস্থান সপ্তম। এখানে ধূমপায়ীর সংখ্যা
২ কোটি ২০ লাখ। এরপরেই আছে পোল্যান্ড ও রোমানিয়া। আর নারী ধূমপায়ীর ক্ষেত্রে প্রথম অবস্থানে রয়েছে বাংলাদেশ এবং ক্রোয়েশিয়া দ্বিতীয়। তবে ধূমপায়ীর
সংখ্যা কমছে ইউরোপীয় ইউনিয়নভূক্ত দেশগুলোতে। ক্রোয়েশিয়া ইনস্টিটিউট অব পাবলিক হেলথের প্রতিবেদনে বলা হয়েছে, ক্রোয়েশিয়ার ১৫ বছরের ঊর্ধ্বে
অন্তত ৩১ শতাংশ নাগরিক ধূমপান করেন। এ হিসাবে দিনে প্রত্যেকেই ১৬টি সিগারেট পান করে। এতে মাসে খরচ হয় মাথাপিছু ৭০ ইউরো। ক্রোয়েশিয়ায় শুধু
ফুসফুসের ক্যানসারেই মারা যায় ৩ হাজার মানুষ যার প্রধান কারণ ধূমপান। হেলথ ইনস্টিটিউটের কর্মকর্তা তোমিস্লাভ বেনজাক বলেন, ধূমপানের এই প্রবণতা
নানা কারণেই বেড়েছে বা বাড়ছে। এখানে বেকারত্ব এবং মানসিক চাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
⍟ নারী ধূমপায়ীর তালিকায় বাংলাদেশ প্রথম ⍟
Reviewed by Admin
on
February 16, 2016
Rating:
No comments: